- 55
- 17 426
Mohammad Roo
Приєднався 22 лют 2023
بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
لَا اِلٰهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ
উত্তম ব্যবহার পাওয়ার কে বেশী হকদার? হাদিস নম্বরঃ ৫৫৪৬ | 5546 | ۵۵٤٦
কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক লোক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে জিজ্ঞাসা করলামঃ ইয়া রাসুলাল্লাহ! আমার কাছে কে উত্তম ব্যবহার পাওয়ার বেশী হকদার? তিনি বললেনঃ তোমার মা। লোকটি বললঃ তারপর কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার মা। সে বললঃ তারপর কে? তিনি বললেনঃ তোমার মা। সে বললঃ তারপর কে? তিনি বললেনঃ তারপর তোমার বাপ। ইবনু শুবরুমা বলেন, ইয়াহইয়া ইবনু আইউব আবূ যুরআ থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
لَا اِلٰهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ
উত্তম ব্যবহার পাওয়ার কে বেশী হকদার? হাদিস নম্বরঃ ৫৫৪৬ | 5546 | ۵۵٤٦
কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক লোক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে জিজ্ঞাসা করলামঃ ইয়া রাসুলাল্লাহ! আমার কাছে কে উত্তম ব্যবহার পাওয়ার বেশী হকদার? তিনি বললেনঃ তোমার মা। লোকটি বললঃ তারপর কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার মা। সে বললঃ তারপর কে? তিনি বললেনঃ তোমার মা। সে বললঃ তারপর কে? তিনি বললেনঃ তারপর তোমার বাপ। ইবনু শুবরুমা বলেন, ইয়াহইয়া ইবনু আইউব আবূ যুরআ থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
রোগমুক্তির জন্য কোরআনের ৬ আয়াতে শিফা | রোগমুক্তির জন্য আয়াতে শেফা
পবিত্র কুরআনে কারীমের ৬ টি আয়াত
"আয়াতে শেফা বা রোগ মুক্তির আয়াত" নামে পরিচিত।
বুজুর্গানে দ্বীনের অভিজ্ঞতা থেকে প্রাপ্তঃ কোনো একটি পানিভর্তি পাত্র হাতে নিয়ে মুখের সামনে রেখে আয়াতগুলো একবার মতান্তরে তিনবার পড়ে দম করতে হবে। এবং পানিটি পান করতে হবে।
#হাদিস #hadis #dua #learning #quran #শেফা
"আয়াতে শেফা বা রোগ মুক্তির আয়াত" নামে পরিচিত।
বুজুর্গানে দ্বীনের অভিজ্ঞতা থেকে প্রাপ্তঃ কোনো একটি পানিভর্তি পাত্র হাতে নিয়ে মুখের সামনে রেখে আয়াতগুলো একবার মতান্তরে তিনবার পড়ে দম করতে হবে। এবং পানিটি পান করতে হবে।
#হাদিস #hadis #dua #learning #quran #শেফা
Переглядів: 513
Відео
পিতা-মাতার প্রতি উত্তম ব্যবহারকারীর দু’আ কবুল হওয়া | বুখারী ৫৯৭৪
Переглядів 4321 день тому
পিতা-মাতার প্রতি উত্তম ব্যবহারকারীর দু’আ কবুল হওয়া | বুখারী ৫৯৭৪