Rehan Mahmud
Rehan Mahmud
  • 16
  • 53 146
মায়া হরিণ
আমি একটু একটু করে অন্ধকারে যাচ্ছি,
বুকের ভিতরে ভালোবাসার তীব্রতা নিয়ে-
ধীরে ধীরে অন্ধ হচ্ছি।
এ আঁধার উজ্জ্বল দিনের মতো -ঝিমঝিমে,
একগুঁয়ে পাঁড় মাতালের মতোই ঘোরলাগা-
তবু পান করছি, অন্ধ হচ্ছি।
তোমাকে যে দেখেছি বিস্ত বসনে, এলো-
কণ্ঠে পুকুর, সেখানে শিশিরে মতো ঘাম,
সেই জলে ডুবেছি, অন্ধ হচ্ছি।
ছুঁয়েছি তোমার পাহাড়ের হাওয়াই মিঠাই,
দেখেছি বুকে বেয়ে চলা নদী -রঙে নীল
ওই নরমে আমি অন্ধ হচ্ছি।
চাঁদের কলঙ্ক, তিল যা ছিলো আড়ালে
যত্ন নিয়ে তাই দেখিয়ে, হারিয়ে গেলে-
সেই লাজে আমি অন্ধ হচ্ছি।
দেখেছি তোমার বনফুল, বাহারি পথের বাঁক
শুনেছি পাহাড়ি মেঘে বুনো হরিণীর ডাক-
সেই বাঁশিতে আমি অন্ধ হচ্ছি।
ছিলো ঝড়ে ভাঙা ধুসর চুল কপালে, গালে
ব্যাস্ত শ্বাসের তৃপ্ত হাসি রেখেছিলে মেলে-
সেই হাসিতে আমি অন্ধ হচ্ছি।
বললে 'অমন করে দেখো না আর, থাক।
অমঙ্গল হবে যে। এই অসময়টুকু যাক।'
সেই বারণে আমি অন্ধ হচ্ছি।
আমি মায়ার শরে বিদ্ধ হইনি, মায়া হরিণ।
তোমার নিবির চুম্বনের ফলক এই ঠোঁটে-
শব্দ হারিয়ে আমি অন্ধ হচ্ছি।
২৭ মার্চ ২০২৪
জিসান মাহমুদুল হাসান
Переглядів: 4

Відео

প্রলাপ ৫
Переглядів 3День тому
তীর বুঝি ছেড়ে যাওয়া ঢেউয়ের জন্যে অপেক্ষা করে, তুমি তো ঢেউয়ে ঢেউয়ে জানিয়ে দিতে তোমার অস্তিত্ব। চলে যাওয়া ঢেউয়ের গায়ে বুঝি তীরের দীর্ঘশ্বাস লাগে, আমি বেঁচে'ই ছিলাম তোমার টুকরো টুকরো আঘাতে। আমার ভিতর তোমারে নিয়ে ছোট্ট একটা নদী ছিলো, তোমার অভ্যাসে গড়া নদীটার নাম রেখেছিলে- আহূতি। আমার তীর ঘিরে আছড়ে পরা ঢেউ নেবার তীব্র অনুভব জুড়ে তুমি ছিলে। ছিলে নদী হয়ে বুকে ভিতর বয়ে যাওয়া স্রোতের টানে, ক্ষয়ে যাওয়া আ...
ন হন্য'তে
Переглядів 2День тому
ন হন্য'তে তোমাকে ভালোবেসেই জেনেছি পথের ঠিকানা- যা কেবলই পথিকের জন্য উন্মুক্ত। দেখেছি পথিকের পথ যখন ঘরে গিয়ে দাঁড়ায়- সেখানেই তার পথের শেষ -গন্তব্য গড়ে। তোমার জন্য আমার ভালোবাসাটা অমনই আর আমার ভালোবাসার গন্তব্যে তুমি। সীমাহীন ভালোবাসা তোমাকে কেন্দ্র করেই। গন্তব্য ছাড়া পথের যেমন অর্থ থাকে না, তেমনি ভালোবাসায় তুমি জড়িয়ে না থাকলে সেটাও অমন করে স্পষ্ট হয়ে উঠতো না। এখন আমার হারিয়ে যাবার মানে থাকে, তোম...
জন্মান্তর
Переглядів 162 місяці тому
তোর কি মনে নেই? কতটা প্রাচীন আমাদের সম্পর্ক। তোর কোলে মাথা রেখে কাটিয়েছি শতাব্দী, আরো কত শতাব্দী। মানবসভ্যতার সাথে ভালোবাসার পরিচয় আমাদের হাত ধরে। সেই প্লাবনের কথা মনে আছে? পুরো পৃথিবী ডুবে একাকার। পর্বতের চূড়ায় দুজনে হাত ধরে আছি, নৌকাটা চলে যাচ্ছে- ধীরে ধীরে পর্বত ডুবিয়ে আমাদের পায়ে কুর্নিশ করছিলো স্রোত। মনে আছে গিলগামেস এর কথা? সেদিনের উরুকে নৈশভোজ, ইনানা-ইশতার'কে একদম'ই পানসে লাগছিলো তোর পাশ...
অরুন্ধতি
Переглядів 53 тис.3 місяці тому
অরুন্ধতি আমি তোমার ঠোঁটের কোনে, তোমার চোখের গভীরে, তোমার মুখের আদলে, নিমেষনিহত তাকিয়ে আছি- কথা পড়বো বলে। অত কথা কি করে বলো, কিছু না বলেই। কি করে নিঃশব্দে অত সুর তোল। হাসি টুকু গুঁজে রাখো কেমন করে, একফালি চাঁদের মতো ঠোঁটের ভাঁজে। আমি তোমাকে দেখি- কেমন করে প্রাথর্ণা করার মতো করে তুমি কথা বলো। মেঘের প্রবাহের মতো এক চিলতে সিগ্ধতার পর, ঠোঁট থেকে কথার ঝর্ণা ঝরে। যখন আমারে শোন- তখন যেনো দৈব'বানী শোনার...
প্রলাপ ৪
Переглядів 343 місяці тому
প্রলাপ-৪ ঝড় ভালোবাসা'র দাবী তুলে- সকাল সকাল কি প্রচন্ড রোষে এসেছিলে। এসেছিলে প্রেমিক হবার দায়ে অভিযুক্ত করতে। জানালার কাঁচে এখনো তোমার ঘাম লেগে আছে। এসেছিলে প্রেমিক হিসাবে কত'টা অযোগ্য প্রমান করতে। কেনো -আমি নিয়ম করে ভালোবাসতে জানি না। অপুষ্ট অজুহাত নিয়ে ঝরঝর করে ভিজিয়ে চলে'ই গেলে। জানালার কাঁচে এখনো তোমার ঘাম লেগে আছে। এখন ভুলে থাকা খুব সহজ, জানো তো -অরুন্ধতি? প্রথম প্রথম বেশ কষ্ট লাগে- ছেড়ে য...
যাতায়াত
Переглядів 174 місяці тому
কণ্ঠে- কামরুন নাহার হীরা .....তেমনি করে সভ্যতা আর শুভ্রতাকে বুকে নিয়েই দুঃসময়ে এতোটা পথ একলা এলাম শুশ্রূষাহীন। কেউ ডাকেনি তবু এলাম, বলতে এলাম ভালোবাসি।
সহসা ডালপালা তোর (রবীন্দ্র সঙ্গীত)
Переглядів 344 місяці тому
ফিচারিং -কোকিল এন' কালা
প্রলাপ ৩
Переглядів 724 місяці тому
তবু মেঘে বাতাসের হয় না কখনো ভুল
জাগরণে যায় বিভাবরী
Переглядів 394 місяці тому
বেসুরো অসুরের অকারণ নির্যাতন, শ্রবণ তন্ত্রে যা এক নিদারুণ নিপীড়ন। এটা ৩ জুন ২০১৫ তে রাত প্রায় ১:১৫ তে রেকর্ড করা হয়েছিলো। এমন টাই গুগল ফোটোর ডেস্ক্রিপসনে বলে। অনুরোধে ঢেঁকি গিলেছিলাম আর সেটাই এক ড্রাইভে ছিলো। #mxesun
যে বৃষ্টিতে র' নেই
Переглядів 924 місяці тому
সেই ভরা মেঘ- আমার চোখে চেপে দিয়ে -আবার বললে- হাত ধরে বিস্টি'তে ভিজবো। আমি হেসে বলেছি- র' গেলো কই? বললে- এ বৃষ্টির 'র থাকে না- বোকা। এটা আমাদের ভেজানোর জন্য'ই। সেদিন আমরা দুজন ভিজেছিলাম, অথাচ সে বৃষ্টির খবর জানতো না শহরের কেউ'ই।
প্রলাপ-২
Переглядів 1014 місяці тому
ও মেঘ, তুমি উত্তরে গিয়ে অরুন্ধতি হয়ে গেলে? আমাকেও নাও।
প্রলাপ
Переглядів 814 місяці тому
প্রলাপ