মাইজভাণ্ডারী কালাম
মাইজভাণ্ডারী কালাম
  • 46
  • 54 373
সকলি ফুরাইয়ে গেল।আবদুল হাদী কাঞ্চনপূরী।ইকবাল মাইজভাণ্ডারী
সকলি ফুরাইয়ে গেল জীবন কেন গেল না।
আসবে বলে আশা দিয়ে বন্ধু আমার আইল না।।
স্বপ্ন দিয়ে কান্ত গেল, দুঃখিনীর তাড়না হইল।
যৌবন ধন লুটিয়ে নিল জীবন কেন গেলনা।।
মান গেল, কূল গেল, অঙ্গের বসন গেল।
সোনার বরণ যৌবন গেল, কান্ত আমার আইল না।।
বাগানের বাহার গেল, পুষ্পের সুগন্ধি গেল।
ফুল বিছানার ঠাট গেল, দোস্ত আমার আইল না।।
কপালের সিঁদুর গেল, আগর চন্দন গেল।
বসন্তের রীত গেল, অলি আমার আইল না।।
কাঁদিতে নয়ন গেল, রজনী প্রভাত হল।
দাস হাদীর কাল গেল, জীবন কেন গেল না।।
Переглядів: 109

Відео

প্রেমের বাতাস লাগিল যার গায়। কণ্ঠ: ইকবাল মাইজভাণ্ডারী
Переглядів 1719 годин тому
প্রেমের বাতাস লাগিল যার গায়। কণ্ঠ: ইকবাল মাইজভাণ্ডারী
না জানি কি গুণ আছে চরণে তোমার। আব্দুল হাদী কাঞ্চনপুরী। নাসির কাওয়াল
Переглядів 42521 годину тому
না জানি কি গুণ আছে চরণে তোমার , যত দেখি তত সাধ দেখিতে আবার ॥ বেভোলা মন হারা হই, চরণে তাকিয়ে রই , আঁখিতে পলক ঠার নাহিগো আমার ॥ পায়ের গিরাতে তোর, দেখিলাম ছুরত মোর , ঝল-মল করে সদা নূরের মাঝার ॥ নাখুনের কিরণে নূর, নয়নে বাড়িল মোর , অরুণ কিরণে যেন চন্দ্রিমা প্রচার ॥ দাস হাদীর জীবন, ফেদা হইল তোর চরণ , তবে সে মিটিবে সাধ মনেরি আমার ॥
পরাণ কাঁদে তোমারি লাগিয়া ।শ্রী রমেশ শীল মাইজভাণ্ডারী। সিদ্দিক কাওয়াল।
Переглядів 287День тому
পরাণ কাঁদে তোমারি লাগিয়ারে বন্ধু (বন্ধুরে) নিজের জ্বালায় নিজে মরি, কার কিবা অনিষ্ট করি, পাড়া বৈরি হল কি লাগিয়া । মন্দ বলে জ্ঞাতিগণে সেই কথা কার কানে শুনে, প্রিয়া বিনে ফাটে মম হিয়া । (বন্ধুরে) বুক ভেসে যায় নয়ন জলে, দুরন্ত নিন্দুকের দলে মন্দ বলে আমারে দেখিয়া । কারো পাকা ধানে দিই নাই মই, তবু আমার কথা লই, মু পোড়ারা মরে কি লাগিয়া ।। (বন্ধুরে) তোমার অদর্শনে প্রাণে ধৈরজ নাহিক মানে নিশি কাটা...
দয়াল মাওলা মাইজভাণ্ডারী মদন মোহন। মাওলানা বজলুল করিম মন্দাকিনী।নাসির কাওয়াল
Переглядів 340День тому
দয়াল মাওলা মাইজভাণ্ডারী মদন মোহন দারুণ বিচ্ছেদের জ্বালা জ্বলিয়ে গেল তন মন। তোমার বিরহানলে, আকাশ পাতাল জ্বলে। জ্বলিছে নরকের কুণ্ড স্বর্গপুরের কুঞ্জবন। বিদ্যা বুদ্ধি দুঃ দৈন্য, জ্বলিয়ে গেছে পাপ-পুণ্য। জ্বলিয়ে গেছে ভবের মায়া অর্থ স্বার্থ ধন জন। সংসারে যে দিকে চাই, তুমি বিনা কিছু নাই। তুমি হে সংসারের সার ত্রিজগতের মহাজন। ধরে তব প্রেমের ধর্ম, ছেড়ে দিছি ক্রিয়া কর্ম। ধর্ম কর্ম কেবলা কাবা সব তোমারি চরণ...
আমি কি পাব তাঁহারে।আবদুল হাদী কাঞ্ছনপুরী। নাসির কাওয়াল
Переглядів 163День тому
আমি কি পাব তাঁহারে আমি কি পাব তাঁহারে। সদা মন প্রাণে ভালবাসি যাঁহারে। যাঁর প্রেমের কলঙ্ক হার গলে শোভে চন্দ্রহার। পাব আশে যোগী বেশে ফিরি নগরে ।। হায় হায় করি পাগল বেশে ঘরে ঘরে দেশে দেশে। পর্বত কানন বনে ঢুরি যাহারে ।। হাদী যাঁর পিরিতির দায় ঝাঁটা পিছা লাথি খায় । অনাদরে ছি ছি করে লোকের দুয়ারে ।।
ভাণ্ডারে মোহন বাঁশী কে বাজায়।শ্রী রমেশ শীল মাইজভাণ্ডারী।সাবিদ কাওয়াল @maizbhandari_kalam
Переглядів 78214 днів тому
ভাণ্ডারে মোহন বাঁশী কে বাজায় ঐ শুনা যায়। গুরু ধরি তত্ত্ব করি, জেনে আয়রে জেনে আয়।। কোন জায়গায় কে বাজায় বাঁশী শুনে মন হরে, কখন দেখি নাই তাঁরে। আমার বাবায় যদি দয়া করে আলগে তাঁরে দেখা যায়।। যাঁর বাঁশীর সুরে প্রাণ হরে সে জানি কেমন, যদি তাঁর পেতেম দরশন, আমার সহায় সম্বল জীবন যৌবন ঢালিয়া দিতেম তাঁহার পায়।। গুরু বলে বসবি রমেশ রাত্র নিশির পর নির্জন ঘরে একেশ্বর, দেখবি গাউছে আজম হৃদয় ভিতর বাঁশী বাজায় তোর আ...
প্রাণ গেলে আর ছাড়বনা তোমারে । মাওলানা বজলুল করিম মন্দাকিনী।নাসির কাওয়াল
Переглядів 24814 днів тому
আমার প্রাণ গেলে আর ছাড়বনা তোমারে প্রাণ সইগো, প্রাণ গেলে আর ছাড়বনা তোমারে।। তুমি আমার হৃদে বসি বাজাও মোহন বাঁশি, তোমার বাঁশির শব্দ শুনে প্রাণ থাকেনা ঘরে।। আমার যত গোপন কিছু তোমার জানা আছে, তবু কেন এত দুঃ দিতেছ আমারে।। ধন দিয়াছি মন দিয়াছি সব দিয়াছি সব দিয়াছি তোরে, আমি আর কিছু তো রাখছি না গো রাখছি কেবল তোরে।। প্রাণ বন্ধুর নামটি নিয়া কাঁদছি বসে ঘরে, সেই দুঃ নিতে পারে কে আছে সংসারে।।
রঙ্গিলা পদের গো। রায়হান শাহ। নাসির কাওয়াল
Переглядів 44114 днів тому
রঙ্গিলা পদের গো। রায়হান শাহ। নাসির কাওয়াল
আমার বন্ধু কেন ভিন্ন বাসে মোরে ।আবদুল বারী । সাবিদ কাওয়াল
Переглядів 24514 днів тому
আমার বন্ধু কেন ভিন্ন বাসে মোরে দেখা হইলে জিজ্ঞাসিও তারে ॥ (সই গো সই) আমার বাড়ীর উপর দিয়া, মোহন বাঁশি যায় বাজাইয়া সদা বন্ধু আসা-যাওয়া করে ডাকিলে সেই কয়না কথা, লুকাইয়া রাখে মাথা গো আমার সনে শব্দ নাহি করে ॥ (সই গো সই) কত ছিল ভালবাসা, প্রাণে প্রাণে মেলামেশা কত যত্নে রেখেছিলো মোরে কই গেল সেই ভালবাসা, আমারে করে নৈরাশা গো আমি বন্ধু হারা হইলাম সংসারে ॥ (সই গো সই) আমার বন্ধু যদি বাসে ভিন, অভাগিনী...
একেলা বসে বিরহ বাসে।শ্রী রমেশ শীল মাইজভাণ্ডারী। সিদ্দিক কাওয়াল
Переглядів 71914 днів тому
একেলা বসে বিরহ বাসে তোমারি আশে গাহিব গান, আমারি বেদনে ব্যাথিত পাপিয়া নিরলে বসিয়া ধরেছে তান।। হৃদয় মন্দিরে আশারি বাতি নিরলে জাগিলেম এই সু রাতি, সোহাগ ভাণ্ডে মিলন মধু বধুঁর সনে করিতে পান।। বিরহ বারিদে চন্দ্রিমা ঢাকে আশাতে চাহিয়া কুমুদি থাকে, ছিন্ন বারিদে কিরণ বিতরি তবু কি তোষে না প্রেয়সীর প্রাণ।। বিজনে বসি ডাকিছে কোয়েলা জ্যোৎস্না রাতে বাড়ালে জ্বালা, ভাণ্ডারে বসি বাজালে বাঁশী উদাসী করিলে রমেশের প্...
মহিমা তোমার অসীম অপার | মোহাম্মদ নাছিম | নাসির কাওয়াল
Переглядів 66714 днів тому
কি বলিব আমি মহিমা তোমার, আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্। মহিমা তোমার অসীম অপার, আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্।। বহু শতবার পুলছেরাত পার, কেমন কর বুঝে উঠা ভার। চরণে লুটিয়ে পড়ি বারে বার, আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্।। তোমারই নামে পেয়েছি অভয় দুর্জয় সমরে লভিয়াছি জয়, আরশে আজমে খেলিয়া বেড়াও, আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্।। আরশ মোয়াল্লায় আসন পেয়েছ, খোদায়ী ঝলোয়ায় ডুবে রয়েছ, মাওলা বলে ঠিক লকব পেয়...
কাঙ্গাল দাঁড়াল দ্বারে ।শ্রী রমেশ শীল মাইজভাণ্ডারী। সাবিদ কাওয়াল
Переглядів 35214 днів тому
বাবা কাঙ্গাল দাঁড়াল দ্বারে ভিক্ষা দিয়ে বিদায় কর, তোমার ভাণ্ডারে নাই কিছুর অভাব ইচ্ছামত দিতে পার। একটি ভিক্ষা মাগি আমি আমিত্বে কই আমি আমি, আমিটি ঘুচায়ে তুমি আমিরে চাই তুমি কর।। স্তুতি নিন্দা ধনী দীনে মানেতে আর অপমানে, শত্রু মিত্র এক সমানে হয় যেন জ্ঞান নিরন্তর। দ্বৈত ভাবটি নিয়ে কেড়ে অদ্বৈত ভাব দেও আমারে, রমেশ যেন একচক্ষে হেরে বিশ্ববাসী জীব জড়।।
শিখায়ে দে তুই আমারে।মনমোহন দত্ত।সাবিদ কাওয়াল
Переглядів 89414 днів тому
শিখাইয়া দে তুই আমারে, কেমন করে তোরে ডাকি এক ডাকে ফুরাইয়া দেরে, জন্ম ভরার ডাকাডাকি যেমন করে ডাকলে পরে, শুনতে পাস্ তুই হঠাৎ করে হাসি দিস্ আমার অন্তরে, প্রাণভরে যায় রয় না বাকী ॥ ডাক দিয়ে তুই ডাক শিখায়ে ফাঁক না দিয়ে আয়না ধেয়ে খেলায় আমি তোরে ল’য়ে, তোর প্রাণে মোর প্রাণ মাখি ॥ যে রূপে তোর নয়ন ধরা, সে রূপ ধরে নয়ন ধারা বারণ করি হওনা দাঁড়া, চেয়ে থাক দুই পাগলা আঁখি ॥ মনমোহন বেহুশার মন, কমতি...
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কাজী নজরুল ইসলাম।সাবিদ কাওয়াল।
Переглядів 11821 день тому
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে যেন ঊষার কোলে রাঙা রবি দোলে ॥ কুল মাখলুকে আজি ধ্বনি ওঠে কে এলো ওই কালমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই খোদার জ্যোতি পেশানিতে ফোটে কে এলো ওই আকাশ গ্রহ তারা পড়ে লুটে কে এলো ওই পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খোলে ॥ মানুষে মানুষে অধিকার দিল যে জন এক আল্লাহ ছাড়া প্রভু নাই কহিল যে জন মানুষের লাগি চির দীনহীন বেশ ধরিল যে জন বাদশা ফকিরে এ...
কেবা তুমি কেবা আমি কে করে তার পরিচয়।মাওলানা বজলুল করিম মন্দাকিনী।আবদুল মোমিন মাইজভাণ্ডারী।
Переглядів 82421 день тому
কেবা তুমি কেবা আমি কে করে তার পরিচয়।মাওলানা বজলুল করিম মন্দাকিনী।আবদুল মোমিন মাইজভাণ্ডারী।
মাইজভাণ্ডারীর পরশমণি পরশ করলে আয়।কণ্ঠ: ইকবাল মাইজভাণ্ডারী।
Переглядів 6 тис.28 днів тому
মাইজভাণ্ডারীর পরশমণি পরশ করলে আয়।কণ্ঠ: ইকবাল মাইজভাণ্ডারী।
আমি কি তোমার ভজন জানি। মনমোহন দত্ত।সাবিদ কাওয়াল।
Переглядів 84428 днів тому
আমি কি তোমার ভজন জানি। মনমোহন দত্ত।সাবিদ কাওয়াল।
মাওলা আমায় রক্ষা কর। বজলুল করিম মন্দাকিনী।সিদ্দিক কাওয়াল।
Переглядів 196Місяць тому
মাওলা আমায় রক্ষা কর। বজলুল করিম মন্দাকিনী।সিদ্দিক কাওয়াল।
মিছা দুনিয়ার পিরিতি চিরদিন তো রবে না।আব্দুল হাদী কাঞ্চনপুরী। শ্রদ্ধেয় সিদ্দিক কাওয়াল।
Переглядів 819Місяць тому
মিছা দুনিয়ার পিরিতি চিরদিন তো রবে না।আব্দুল হাদী কাঞ্চনপুরী। শ্রদ্ধেয় সিদ্দিক কাওয়াল।
ধরনা ধরনা সখী বন্ধু বিনে প্রাণ ত্যজিব।আব্দুল হাদী কাঞ্চনপুরী।সিদ্দিক কাওয়াল।
Переглядів 340Місяць тому
ধরনা ধরনা সখী বন্ধু বিনে প্রাণ ত্যজিব।আব্দুল হাদী কাঞ্চনপুরী।সিদ্দিক কাওয়াল।
সুন্দর মুরতী তুমি, মাইজভাণ্ডারী পূর্ণশশী । গাউছে জামান শফি বাবা। মঈনুদ্দীন সাবিদ।
Переглядів 1,1 тис.Місяць тому
সুন্দর মুরতী তুমি, মাইজভাণ্ডারী পূর্ণশশী । গাউছে জামান শফি বাবা। মঈনুদ্দীন সাবিদ।
খোদার প্রেমের শরাব পিয়ে। কাজী নজরুল ইসলাম । আবদুল মোমিন মাইজভাণ্ডারী
Переглядів 186Місяць тому
খোদার প্রেমের শরাব পিয়ে। কাজী নজরুল ইসলাম । আবদুল মোমিন মাইজভাণ্ডারী
মাইজভান্ডারী সেমা জিকির || শ্রদ্ধেয় সিদ্দিক কাওয়াল।
Переглядів 770Місяць тому
মাইজভান্ডারী সেমা জিকির || শ্রদ্ধেয় সিদ্দিক কাওয়াল।
প্রেম ন গরি সুখে আছিলাম।সিদ্দিক কাওয়াল।
Переглядів 533Місяць тому
প্রেম ন গরি সুখে আছিলাম।সিদ্দিক কাওয়াল।
পাই পাই পাই করে পাইতে হারাই।কালাম--দয়াল শফি বাবা।
Переглядів 4312 місяці тому
পাই পাই পাই করে পাইতে হারাই।কালাম দয়াল শফি বাবা।
ন বুঁঝি পিরিত গরি হাঁদি হাঁদি বুক ভাসাই,মনর জ্বালা হাঁর কাছে বুঝাই...
Переглядів 4302 місяці тому
ন বুঁঝি পিরিত গরি হাঁদি হাঁদি বুক ভাসাই,মনর জ্বালা হাঁর কাছে বুঝাই...
মন দিলাম মন পাইবার আশে বন্ধু আমার হইল না
Переглядів 8752 місяці тому
মন দিলাম মন পাইবার আশে বন্ধু আমার হইল না
হারা মন খুঁজতে আইলাম প্রিয়ার চরণে।মায়া করি দাও মন ধন এই অধীনে।। ইসমাইল হোসেন।
Переглядів 3712 місяці тому
হারা মন খুঁজতে আইলাম প্রিয়ার চরণে।মায়া করি দাও মন ধন এই অধীনে।। ইসমাইল হোসেন।
দেখ দেখ তাপি মন বন্ধু খেলে তোর সনে। দিতেছে প্রেমের খেলি বসি তোমার হৃদাসনে।।
Переглядів 3682 місяці тому
দে দে তাপি মন বন্ধু খেলে তোর সনে। দিতেছে প্রেমের খেলি বসি তোমার হৃদাসনে।।

КОМЕНТАРІ