Soikopaki
Soikopaki
  • 15
  • 8 576
গ্রামের বিচার।
গ্রামের মাঝখানে বসলো আজ বিচার, মিথ্যার খেলায় হলো সব নিস্তার, সত্যের মুখে পড়লো তালা, অন্যায় সুরে বাজলো ঢালা।
একজন কাঁদে অন্যায় সহ্য করে, অন্যজন হাসে মিথ্যা দিয়ে জয় করে, হায়রে মিথ্যা বিচারের পালা, অন্যায় টিকলো, সত্য গেলো চলা। মিথ্যার জালে বাঁধা এই মন, কোথায় পাবো ন্যায়ের সেই স্বর, অন্যায়ের এই বিচার সভায়, সত্য হলো পরাধীন।
মুরুব্বিরা দেয় মিথ্যার ফতোয়া, সত্যের কান্না ঢেকে যায় হাওয়া, সামনে দেখি মুখোশ পরা চেহারা, সত্য হারায় অন্যায়ের পেছনে সারা।
মাটির মানুষ মাটিতে মিশে যায়, অন্যায় যে আজ বিচার সাজায়, বিচারের নামে চলে খেলা, সত্যকে ডুবায় মিথ্যার জ্বালা।
কে আনবে আলো, কে দেবে পথ, মিথ্যার শিকলে বাঁধা এই রথ, এ গ্রামের আকাশ কাঁদে আজও, সত্য ফিরে আসুক আবার সেই সাজে।
Переглядів: 3

Відео

সুদকে হারাম করা হয়েছে।
Переглядів 1114 днів тому
সুদকে হারাম করা হয়েছে।
সুদের ক্ষতিকর দিক।
Переглядів 1114 днів тому
সুদখোরের দেশ, দিন দিন বাড়ছে দাপট, গরিবের রক্ত চুষে চলে রাতদিন কাঁধে হাতে শাসনপাট। দুঃখের বাজারে বসে তারা আনে নিত্যই নতুন দাম, গরিবের বুকে তারা করে শুধুই ব্যথা ও শোকের কাম। ধারের নামে ঠকায় সবাইকে, নেয় সুদের মোটা বোঝা, অশান্তির নীড়ে বেঁধে রাখে, জীবনের সু করে তারা পোঁজা। নয় তাদের দয়া, নেই ক্ষমা, নেই অন্তরে কোনো স্থান, গরিবের ঘর থেকে তুলে নেয় সর্বস্ব, ফেলে জীবন শূন্যপ্রাণ। বাজারে খোঁজলে মেলে শুধু ম...

КОМЕНТАРІ

  • @ashrafulislamshadin5038
    @ashrafulislamshadin5038 3 місяці тому

    Hmmm ace tho proty distic a...... Prory thanay.... Jaite hobe tahole onek milbe